ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ভোলায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ


প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২০ ১৯:৫৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৮:৩৮

ফাইল ছবি

পরিবেশ টিভি: ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, প্রত্যেক কৃষকদের প্রতি অনুরোধ রইলো আপনারা পুরো জমিতে বীজ রোপন করেন, কোনো জমি খালি রাখবেন না। বর্তমান সরকার আপনাদের পর্যাপ্ত সহযোগিতা করবে।

তিনি বুধবার ভোলার বোরহানউদ্দিন উপজেলা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ১ হাজার ৭ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশধান বীজ, ২০ কেজি ডিএসপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণকালে এসব কথা বলেন।

এসময় বোরহানউদ্দিন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মদু, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুকসহ অনেকে।

অপর দিকে বোরহানউদ্দিন উপহেজলার পক্ষীয়া ইউনিয়নে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বুধবার সকালে সামাজিক সুরক্ষা দূরত্ব বজায় রেখে কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৯টি ওয়ার্ডের ১ হাজার পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: বশীর গাজী, পক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: নাগর হাওলাদার, ট্যাগ অফিসার আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর বাচ্চু প্রমুখ।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top