ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


শেরপুরে নিষিদ্ধ সীমানায় অবৈধ করাতকল, বনাঞ্চল উজাড়


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২০ ০৫:১৮

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:০৪

ফাইল ছবি

পরিবেশ টিভি: শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় নিষিদ্ধ সীমানার মধ্যে বিভিন্ন গ্রামে অবৈধভাবে স্থাপিত অন্তত ৩০টি করাতকলে দেদার চলছে কাঠ চিরাই। ফলে দ্রুত উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল।

সংরক্ষিত বনাঞ্চলের সীমান্তবর্তী ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সরকারি এ নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জ ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের নিষিদ্ধ সীমানার মধ্যে অন্তত ৩০টি করাতকল অবৈধভাবে স্থাপন করা হয়েছে।

সরেজমিন দেখা গেছে, বালিজুরি রেঞ্জের রানিশিমুল এলাকায় ৬-৭টি ও রাংটিয়া রেঞ্জের বাগিরভিটা এলাকায় ৪-৫টি গ্রামে পাশাপাশি রয়েছে অন্তত ৩০টি করাতকল। সাবেক বন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে মাত্র ৪-৫ কিলোমিটারের মধ্যে থাকা এসব করাতকল স্থাপনে প্রাথমিক অনুমতি নেওয়া হয়েছিল বলে জানা গেছে। এসব করাতকলে সরকারি বনাঞ্চলের শাল-গজারিসহ অন্যান্য মূল্যবান গাছ চোরাইভাবে এনে হরহামেশাই চিরাই করা হয়।

এ বিষয়ে বলিঝুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, করাতকলগুলো আগের কর্মকর্তারা অনুমতি দিয়েছেন। অচিরেই এসব অবৈধ করাতকল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান জানান, ইতোমধ্যেই অবৈধ কয়েকটি করাতকল জব্দ করা হয়েছে। বাকিগুলোও আইনের আওতায় আনতে অভিযান চালানো হবে।


বিষয়: শেরপুর



আপনার মূল্যবান মতামত দিন:

Top