ঢাকা বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


দারিদ্র্যমুক্ত বাংলাদেশ নির্মাণে কৃষির ভূমিকা অপরিসীম: ড. আলমগীর


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩১

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৩

ফাইল ছবি

পরিবেশ টিভি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কৃষির ভূমিকা অপরিসীম। বর্তমান সরকারের রূপকল্প ২০২১ এবং ২০৪১ অর্জনের জন্য কৃষির বিকল্প নেই।

মঙ্গলবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্স সিস্টেস (সাউরেস)-এর পরিচালক প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাউরেসের সহযোগী পরিচালক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়। ড. মতিয়ার বলেন, আমাদের নানাবিধ সীমাবদ্ধতার মাঝেও দেশের কৃষি উন্নয়নে সিকৃবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top