ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ক্ষমতার দাপটে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চলছে


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২০ ০৮:২৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:২০

ছবি: সংগৃহীত

পরিবেশ টিভি: একদিকে মাছ চাষের জলাশয় তার পাশেই রয়েছে ডাকাতিয়া নদী। নদীর পাশেই আবার চাঁদপুরের ফরিদগঞ্জের ঐতিয্যবাহী কালিরবাজার। এরই মধ্যে সরকারী অনুমতি ছাড়াই ক্ষমতার দাপটে ডাকাতিয়া নদীতে ড্রেজার লাগিয়ে অবৈধ ভাবে মাটি তোলা হচ্ছে। আর এ মাটি তুলছে ইউনিয়ন যুবলীগের সভাপতি তুহিন রায়হান। তবে তুহিন রায়হান দাবী করছে সে সরকারী ভূমী অফিস থেকে মৌখিক অনুমতি নিয়ে মাটি কাটছি।

স্থানীয়রা জানায়, ঐতিয্যবাহী কালির বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী । গত ৪ দিন থেকে যুবলীগের নেতা রায়হার তুহিন ওই নদীতে ড্রেজার দিয়ে অবৈধ ভাবে মাটি তুলে তুহিনের জায়গা ভরাট করছে। এমন অবস্থা দেখে এলাকার লোকজন খোব প্রকাশ করে বলছে যেই ভাবে সরকারি নদী থেকে ড্রেজারের মাধ্যমে মাটি তোলা হচ্ছে। এতে করে নদীর দুই পাশ ধসে পড়ার আশংকা করছে স্থানীয় লোকজন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একপাশে মাছ চাষের জন্য রয়েছে জলাশয়। তারই পাশে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। কালির বাজারের পাশেই বয়ে যাওয়া ডাকাতিয়া নদীতে রয়েছে জাকির হোসেনের ড্রেজার মেশিন। মেশিন থেকে লম্বা পাইপ স্থাপন করে নেয়া হয়েছে তুহিনের দোকানের পেছনের জায়গায়।

এ নিয়ে কথা হয় ড্রেজারের মালিক বিরামপুর এলাকার জাকিরের সাথে। সে জানায়, প্রশাসন থেকে নাকি অনুমতি নিয়েছে । যার ফলে আমি ড্রেজার লাগিয়ে মাটি কাটছিলাম। যুবলীগ নেতা তুহিন রায়হান বলেন, আমার দোকানের পেছনের জায়জায় সরকারী ভাবে এশটি ঘর নির্মান করা হবে। সে জন্য আমি ভূমি অফিস থেকে মৌখিক অনুমিতি নিয়ে মাটি কাটছি।

অপর এক প্রশ্নের জবাবে তুহিন আরো বলেন, গত ৪ দিন ড্রেজার দিয়ে আশানুরুপ মাটি পাওয়া না যাওয়ায় ড্রেজার আজ বন্ধ করে দেবো। এলাকার ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন বলেন, কালির বাজারের পাশে ডাকাতিয়া নদী থেকে মাটি উত্তোলনের
বিষয়টি আমার জানা নেই।

এ নিয়ে সহকারী কমিশনার শারমিন আক্তার (ভূমি) বলেন, সরকারী ভাবে অনুমতি ছাড়া সে যেই হউক নদী থেকে মাটি উত্তোলনের কোন বৈধতা নেই। তবে কালিবাজারের পাশে ডাকাতিয়া নদী থেকে অবৈধ ভাবে মাটি তোলার বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেবো।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top