৫.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

দিনাজপুরে ঘন কুয়াশা আবৃত শীতের সকাল ছবি: সংগৃহীত
পরিবেশ ডেস্ক: হিমালয় পাদদেশের জেলা দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সকালে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, বুধবার ভোরে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সকালে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এটাই চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
দু’এক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানান। এর আগে সকাল ৯টায় সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৮ সালে পঞ্চগড়ে ২ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যেটা ছিল বিগত কয়েক দশকের সর্বনিম্ন তাপমাত্রা।
আপনার মূল্যবান মতামত দিন: