ঢাকা শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪, ৩১শে ভাদ্র ১৪৩১


নির্যাতনের শিকার সেই হাতিটির ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৪ ১৮:৪৯

আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:২১

কুমিল্লায় পায়ে শেকল বেঁধে নির্যাতন এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত হাতিটি উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সফারি পার্কে নেওয়া হয়েছে।

দুই দিন আগে হাতিটি উদ্ধারের পর সফারি পার্কে নেওয়া হয় বলে শনিবার সকালে সাংবাদিকদের জানান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, “একটি হাতির পায়ে শেকল বেঁধে নির্মমভাবে নির্যাতনের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে এলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি।

“পাশপাশি ওই ভিডিও যাচাই করে তা শনাক্ত করে হাতিটিকে উদ্ধার করতে মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়। পরে বৃহস্পতিবার মুরাদনগর উপজেলার সোনাই উল্ল্যাহ এলাকা থেকে হাতিটি উদ্ধার করা হয়।”

তবে হাতিটি উদ্ধার করা গেলেও মাউতকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, তিনজন মাহুত দোকানপাটে ঘুরে ঘুরে হাতিটি দিয়ে টাকা তুলতেন। টাকা তোলার সময় হাতিটি হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে। ২৪ অগাস্ট দাউদকান্দি এলাকার বেশ কয়েকটি দোকানে তাণ্ডব চালায় হাতিটি। পরে হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে মাহুতরা আঘাত করতে থাকেন।

সেই সময় ঘটনাস্থলে থাকা কেউ একজন নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দিলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বলে জানান বন কর্মকর্তা মোহাম্মদ কবির।

তিনি বলেন, ঘটনাটির বিস্তারিত জানতে কাজ শুরু করা হয়। একপর্যায়ে বিষয়টি নজরে পড়ে বন ও পরিবেশ উপদেষ্টার। পরে মন্ত্রণালয় থেকে উদ্ধারের নির্দেশ পেলে, দ্রুত হাতিটি উদ্ধার করা হয়।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে কুমিল্লার বন ও বন্যপ্রাণি বিভাগের কর্মকর্তারা আনুমানিক ৭২ বছর বয়সী হাতিটি উদ্ধার করেন। তবে মাউতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

পরে রাত ১০টার দিকে সফারি পার্কের হাতি শালায় আলাদাভাবে হাতিটিকে আটকে (কোয়ারেন্টাইনে) রাখা হয়েছে বলে জানান তিনি।

চাঁদাবাজির সময় নারায়ণগঞ্জ থেকে আরেকটি হাতি জব্দ

চাঁদাবাজির সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করা একটি হাতি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সফারি পার্কে নেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার গ্রীন ইউনির্ভাসিটি এলাকা থেকে ১৫ বছর বয়সি হাতিটি জব্দ করা হয় বলে জানান গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার বিকালে হাতি দিয়ে রূপগঞ্জ এলাকায় পথচারী, দোকানপাট ও পরিবহনে চাঁদা সংগ্রহের খবর পাওয়া যায়। পরে গাজীপুর সাফারি পার্ক ও বন বিভাগের ক্রাইম কন্ট্রোল ইউনিটের কর্মকর্তারা অভিযান চালিয়ে হাতিটি জব্দ করেন। তবে এ সময় হাতির মাউত পালিয়ে যায়।

শনিবার সকালে হাতিটি গাজীপুর সাফারি পার্কে হাতিশালায় হস্তান্তর করা হয়েছে বলে জানান রফিকুল ইসলাম।




আপনার মূল্যবান মতামত দিন:

Top