ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


হরিণ ধরার ফাঁদ ও ট্রলারসহ ৬০ শিকারী ধরা


প্রকাশিত:
৫ নভেম্বর ২০১৯ ২৩:৫১

আপডেট:
১৭ মে ২০২৪ ১৬:২৩

ফাইল ছবি

পরিবেশ টিভি: সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ ৬০ জনকে আটক করেছে বনবিভাগ। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা জানিয়েছেন তাদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান বলেন, একদল চোরা শিকারী হরিণ শিকারের ফাঁদ নিয়ে সুন্দরবনে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ  মঙ্গলবার সকালে অভিযান চালান বনকর্মীরা। তারা চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকায় গিয়ে তিনটি ট্রলারে ৬০ জনকে দেখতে পান। এ সময় তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, ধারালো দা, কুড়ালসহ নানা সরঞ্জাম পাওয়া যায়।

আগামী ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব। এ উপলক্ষে চোরা শিকারীরা হরিণ শিকার করতে সুন্দরবনে ঢোকে। তাদের কাছে বনবিভাগের কোনো পাশ পারমিট নেই বলে জানান ওই বন কর্মকর্তা।

আটকদের বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে।

 

সূত্র: কালের কন্ঠ




আপনার মূল্যবান মতামত দিন:

Top