শেরপুরে দুইদিনে ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত, স্বস্তি মিলল জনগণের
সীমান্তবর্তী জেলা শেরপুরে রোববার রাত সাড়ে ৮টা থেকে থেমে থেমে বজ্রসহ হালকা ও মাঝারি বৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকে। বৃষ্টির পাশাপাশি শীতল বাতাস বয়ে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। দুই দিনে জেলায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
মে মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা একেবারে কমে এলেও দ্বিতীয় সপ্তাহ থেকে আবারো বেড়ে যায়। তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠে শেরপুরের মানুষ। টানা ৬ দিনের তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমের পর রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টিতে সিক্ত হয়েছে প্রকৃতি।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির জানান, দুই দিনে শেরপুর জেলায় ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: