চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে বলে জানার আবহাওয়া অফিস
চট্টগ্রামে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পতেঙ্গা কার্যালয়। আজ বুধবার রাতে কিংবা আগামীকাল বৃহস্পতিবার দুপুরে এই বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে গরম কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, আজ বুধবার দুপুর ১২টায় চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুর ১২টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ আবদুল বারেক বলেন, সর্বনিম্ন তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় এখনো অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। তবে আজ রাত কিংবা আগামীকাল দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে। এর মধ্যে কক্সবাজার অঞ্চলে বৃষ্টি হয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২ মিলিমিটার, টেকনাফে ৩ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ আবদুল বারেক জানান, ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। চট্টগ্রামের তাপমাত্রা তারও নিচে। তাই তাপপ্রবাহের সতর্কবার্তা এখানকার জন্য প্রযোজ্য হবে না।
আপনার মূল্যবান মতামত দিন: