ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


কর্ণফুলী দূষণকারী জাহাজকে ৩ কোটি টাকা জরিমানা


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০১৯ ২৩:৫২

আপডেট:
১৭ মে ২০২৪ ১০:৪৩

ফাইল ছবি

পরিবেশ টিভি: জ্বালানি তেলে কর্ণফুলীদূষণের অপরাধে লাইটার জাহাজ দেশ-১-কে ৩ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার অধিদপ্তরের মহানগর কার্যালয়ে শুনানি শেষে পরিচালক আজাদুর রহমান মল্লিক জাহাজটিকে এই জরিমানা করেন।

নদীর পতেঙ্গা এলাকায় ডলফিন অয়েল জেটি থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তেল নিয়ে যাওয়ার পথে ট্যাংকার দেশ-১-এর সঙ্গে নোঙর করা একটি লাইটার জাহাজের সংঘর্ষ হয়। ওই জাহাজের নাম সিটি-৩৮। ফলে দেশ-১-এর ৩ নম্বর ট্যাংক ফুটো হয়ে প্রচুর পরিমাণ তেল কর্ণফুলী চ্যানেলে পড়ে।

অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, পরিদর্শন প্রতিবেদন ও বন্দরের সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে দেশ-১ জাহাজের কারণে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর পরিচালক দেশ-১ জাহাজটির মালিককে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

 




আপনার মূল্যবান মতামত দিন:

Top