শ্রীমঙ্গলে সুপেয় পানি পেল চা জনগোষ্ঠী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগানের শ্রমিকদের সুপেয় পানির জন্য গভীর নলকূপ প্রদান করা হয়েছে।
আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট থেকে জলধারা প্রকল্পের আওতায় জনগোষ্ঠী ও পর্যটকদের বিশুদ্ধ পানির জন্য বাগানে এই গভীর নলকূপটি স্থাপন করে দেয়া হয়।
সোমবার বিকেলে উপজেলার কাকিয়াছড়া চা বাগানে এই গভীর নলকূপটি উদ্বোধন করা হয়।
মুহাম্মদ হাছানুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি ছিলেন মাসুদ আল আমিন রাজীব, ফিনলে বালিশিরা ডিভিশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
কাকিয়াছড়া চা বাগানের প্রায় অর্ধশত পরিবার এবং এই বাগান দেখতে আসা দর্শনার্থীরা এই গভীর নলকূপ থেকে সুপেয় পানি পান করতে পারবেন বলে জানিয়েছেন জলধারা প্রকল্প সংশ্লিষ্টরা। এটি তাদের ১০২ তম গভীর নলকূপ স্থাপন।
আপনার মূল্যবান মতামত দিন: