চট্টগ্রামে অবৈধ হর্ন ব্যবহারে অর্থদণ্ড

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গণপরিবহণে অবৈধ হর্ন ব্যবহারের ৪টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অবৈধ হর্ণ ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
বুধবার দুপুর ২টায় উপজেলার চাতরী চৌমুহনী মোড়ে এ অভিযান পরিচালনা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গাড়ির অবৈধ হর্ন বন্ধ করতে চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। চালকদের সতর্ক করা হয়েছে। ৪টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: