ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ময়মনসিংহের নদ–নদীর অস্তিত্ব হুমকির মুখে


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৩

আপডেট:
২ অক্টোবর ২০১৯ ১২:৪০

ফাইল ছবি

খুব বেশি আগের কথা নয়, এই নদীতে সারা বছর নৌকা চলত, মাছ পাওয়া যেত, পানি টলটল করত। কিন্তু এখন বর্ষাকালে দুই–তিন মাস পানি থাকে। আর বাকি মাসগুলোতে পানি শুকিয়ে যায়। স্থানীয় লোকজন ধানের চাষ করেন, নয়তো কচুরিপানায় ভরা থাকে। ময়মনসিংহ সদর উপজেলার ওপর দিয়ে প্রবাহিত সুতিয়া নদী দেখিয়ে কথাগুলো বলছিলেন স্থানীয় প্রবীণ তোতা মিয়া।

শুধু সুতিয়া নদীর অবস্থাই যে এমন তা নয়, ময়মনসিংহ জেলার কাঁচামাটিয়া, খীরু, কংস, নরসুন্দাসহ ছোট–বড় ৩৮টি নদীরই একই দশা। কোনোটা নাব্যতা হারিয়ে অস্তিত্বসংকটে, কোনোটা দূষণের কবলে বাঁচার আকুতি জানাচ্ছে, আবার কোনোটা দখলের কবলে সৌন্দর্য হারিয়েছে। বছরের পর বছর পলি জমে নদীগুলো প্রায় ভরাট হয়ে গেছে। ব্রহ্মপুত্র নদে বর্ষাকাল ছাড়া অন্য সময় বেশ কটি স্থানে বড় বড় বালুচরের সৃষ্টি হয়। সম্প্রতি ময়মনসিংহ শহরের তীর ঘেঁষে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে সরকারিভাবে খননকাজ শুরু হয়েছে। ফলে আশা করা যাচ্ছে, ব্রহ্মপুত্র শিগগিরই তার হারানো রূপে ফিরে যাবে। নদকে ঘিরে মানুষের জীবনমানেও পরিবর্তন আসবে। কিন্তু জেলার অন্য নদীগুলোর ভাগ্যে এখন পর্যন্ত কোনো সুখবর জোটেনি। দখল, দূষণ আর নাব্যতা–সংকটে ধুঁকতে থাকা বিভিন্ন উপজেলার এসব নদী দিন দিন যেন মানচিত্রের বুক থেকে হারাতে বসেছে। তাই নদীগুলোকে রক্ষার তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা।




আপনার মূল্যবান মতামত দিন:

Top