ঢাকা সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

৭২ ঘণ্টা অবরোধ, সাজেকে আটকা ৮০০ পর্যটক


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৮

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১০:২৩

রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় পাহাড়িদের ডাকা তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধের কারণে রাঙামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন আট শতাধিক পর্যটক। ২১ সেপ্টেম্বর, শনিবার রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ।

তিনি বলেন, মূলত ১৯ সেপ্টেম্বর, শুক্রবার খাগড়াছড়ি থেকে যারা সাজেক গিয়েছিলেন, অবরোধের কারণে তারাই আটকা পড়েছেন। পরিস্থিতি উন্নতি হলে পর্যটকদের ফিরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক নানা প্রেক্ষাপটে পর্যটকরা আটকা পড়লে সাজেক কটেজ মালিক সমিতি পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দেন।

এদিকে রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি অটোরিকশা, ট্রাক ভাঙচুর ও চালকদের মারধরের ঘটনার প্রতিবাদে রাঙামাটি পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে শনিবার সকাল থেকে ধর্মঘট পালিত হচ্ছে।

সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, অবরোধের কারণে সাজেকে ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আমরাও তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।

প্রসঙ্গত খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের ৫৩জন আহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top