ঢাকা শনিবার, ২২শে মার্চ ২০২৫, ৯ই চৈত্র ১৪৩১

থাইল্যান্ডের পর্যটন দ্বীপে ভূমিধস, নিহত ১৩


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৪ ২১:৪৮

আপডেট:
২২ মার্চ ২০২৫ ১৫:২৬

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে ভূমিধসের পর অন্তত ১৩ জন নিখোঁজ ছিলেন। কর্তৃপক্ষ একে একে তাদের মরদেহ উদ্ধার করেছেন।

ফুকেটের গভর্নর সোফোন সুওয়ান্নারাত সবশেষ তিনজনের মরদেহ উদ্ধারের পর কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। ফলে নিখোঁজ থাকা ১৩ জনের মরদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে কেউ ছিলেন পর্যটক ও কেউ ছিলেন শ্রমিক।

ভূমিধস ফুকেটের মুয়াং জেলার তিনটি সাব জেলায় আঘাত হানে। এই দুর্যোগে নয়টি গ্রামের ২০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদের পাশাপাশি এই বিপর্যয়ে আরও ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন এখনো হাসপাতালে রয়েছেন।

নিহত ১৩ জনের মধ্যে নয়জন মিয়ানমারের শ্রমিক। অন্য চারজনের মধ্যে একটি রাশিয়ান দম্পত্তি ও দুইজন থাই নাগরিক রয়েছেন।

ফুকেটের গভর্নর বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের আত্মীয়স্বজন ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে। এছাড়া সেখানে বড় ধরনের পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়েছে।

 

সূত্র: ব্যাংকক পোস্ট


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top