এবার পাসপোর্টও পরিবর্তন করছে ইন্দোনেশিয়া

রাজধানীর পর এবার পাসপোর্টেও পরিবর্তন আনছে ইন্দোনেশিয়া। গত শনিবার দেশটির স্বাধীনতা দিবসে নতুন পাসপোর্টের ডিজাইন প্রকাশ করেছে আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়া প্রস্তাবিত নতুন রাজধানী নুসানতারায় প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করেছে ইন্দোনেশিয়া।
আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রী ইয়াসোনা লাওলি বলেন, পাসপোর্টের রঙ নীল এবং সবুজ থেকে পরিবর্তন করে লাল এবং সাদা করা হয়েছে। দেশটির জাতীয় পতাকার রঙ সাদা এবং লাল। এর সাথে মিল রেখেই পাসপোর্টের রঙ পরিবর্তন করা হয়েছে।
বর্তমান রাজধানী জাকার্তায় আয়োজিত এক অনুষ্ঠানে ইয়াসোনা লাওলি বলেন, পাসপোর্টের রঙ সাদা এবং লাল করা হয়েছে কারণ এটা আমার পরিচয় প্রকাশ করে। নতুন পাসপোর্ট সম্পর্কে তিনি বলেন, যখন আমরা অন্য কোনো দেশে প্রবেশ করব তখন মানুষ তাৎক্ষণিকভাবেই বুঝতে পারবেন যে এটা ইন্দোনেশিয়ার পাসপোর্ট।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: