ঢাকা সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

সাজেক ছেড়েছে আটকা পড়া পর্যটক


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৪ ২১:২৫

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১০:৫১

কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালং সড়ক ডুবে যায়। এতে সাজেক ভ্যালিতে আটকা পড়ে পর্যটকরা। গত শুক্রবার থেকে দুদিন আটকে থাকার পর গতকাল সকালে সড়কের পানি কমতে থাকায় সাজেক ছেড়ে যায় পর্যটকরা।

সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে আটকে পড়া পর্যটকরা সাজেক ভ্যালি ছাড়েন। গত শনিবার রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় বাঘাইহাট ও মাচালং সড়কে পানি নেমে যায়। তবে গতকাল সকাল থেকে সাজেকে কোনো পর্যটক আসেননি।’

সাজেকে ভ্যালির হিলভিউ রিসোর্টের মালিক ইন্দ্র চাকমা জানান, গত শুক্রবার যারা সাজেকে বেড়াতে আসেন; তারাই আটকা পড়েন। শুক্রবার রাতে টানা বৃষ্টি হওয়ায় গত শনিবার সকালে বাঘাইহাট ও মাচালং সড়ক তলিয়ে যায়। এজন্য পর্যটকরা আটকা পড়েন।

এর আগে শুক্রবার রাতে টানা বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কাচালং ও গঙ্গারাম নদের পানি বাড়ে। পাহাড়ি ঢলে শনিবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের বাঘাইহাট ও মাচালং এলাকার সড়ক তলিয়ে গিয়ে সাজেকের সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top