পর্যটন শিল্পের ক্ষতি ২ শত ৫০ কোটি টাকা, সামলে ওঠা কঠিন হবে

দেশের চলমান পরিস্থিতির প্রভাব পড়েছে পর্যটনশিল্পে । বিশেষকরে পাহাড় ও সমুদ্রতীরবর্তী দর্শনীয় স্থানগুলো চলমান সমস্যার প্রভাবে পর্যটক শূন্য হয়ে পড়েছে ।
সিলেট,বান্দরবান,কক্সবাজার,সুনামগঞ্জ এবং কুয়াকাটায় এখন আর পর্যটকদের আগমন ঘটছেনা । পর্যটন এলাকায় ইন্টারনেট সুবিধা বন্ধ থাকায় আরো বিপাকে পড়েছে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা । সুন্দরবন ট্যুরিজম প্লাস এর স্বত্বাধিকারী সাইয়েদ হাবিব আলী বলেন এমন অবস্থা চলতে থাকলে আমাদের পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়বে । আমার সংবাদ
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন ঈদের পরে প্রায় ৫শ কোটি টাকার ক্ষতি সামলে ওঠার আগেই নতুনভাবে এই আন্দোলনের প্রভাব খুবই দুর্ভোগে ফেলেছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন কক্সবাজারে এ মুহূর্তে কোনো পর্যটক নেই । যারা কক্সবাজারে ভ্রমণে এসে আটকা পড়েছিলো তাদের সেনাবাহিনীর প্রহরায় নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে । প্রতিদিনের সংবাদ
পর্যটন ব্যবসায়ীরা বলছেন গত ক’দিনে কক্সবাজারে ২৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে । কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা এ কথা বলেন।
আবাসিক হোটেলের পাশাপাশি পর্যটন সেবায় রয়েছে রেস্তোরাঁ,নানা ধরনের পরিবহন, শামুক-ঝিনুক এবং শুটকির দোকান । এসব ব্যবসার সঙ্গে স্থানীয় ভাবে জড়িত কয়েক লাখ মানুষ । চলমান পরিস্থিতির উন্নতি না হলে দুভোর্গের মাত্রা আরো অনেক বেড়ে যাবে ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: