ঢাকা রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১

ভিসা ছাড়া থাইল্যান্ডে প্রবেশাধিকার ৯৩ দেশের পাসপোর্টধারীর


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪ ১৫:৩৯

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৪

পর্যটনশিল্পকে পুনরুজ্জীবিত করতে থাইল্যান্ড ৯৩টি দেশ ও অঞ্চলের পাসপোর্টধারীদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়ার কথা বলেছে। ১৬ জুলাই, মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

১৫ জুলাই, সোমবার থেকে কার্যকর হওয়া নতুন প্রকল্পের অধীনে দর্শনার্থীরা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ৬০ দিন পর্যন্ত থাকতে পারবে। এর আগে ৫৭টি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া থাইল্যান্ডে প্রবেশ করতে পারতেন, এবার সে সংখ্যা বাড়িয়ে ৯৩-এ উন্নীত করা হলো।

প্রতিবেদন অনুযায়ী, পর্যটন থাই অর্থনীতির মূল স্তম্ভ হলেও করোনা মহামারীতে তা ভেঙ্গে পড়ে এবং মহামারির পর পুরোপুরি পুনরুদ্ধার করা হয়নি। সরকারি তথ্য অনুসারে, দেশটিতে ২০২৪ সালের প্রথম ছয় মাসে এক কোটি ৭৫ লাখ বিদেশি পর্যটকের আগমন ঘটেছে, যা গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। তবে মহামারির আগের তুলনায় এ সংখ্যা এখনো অনেক কম।

ভিসা ছাড়া ভ্রমণ অনুমতি পাওয়া ৯৩টি দেশ : আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলজিয়াম, ভুটান, ব্রাজিল, ব্রুনেই, বুলগেরিয়া, কম্বোডিয়া, কানাডা, চীন, কলোম্বিয়া, ক্রোয়েশিয়া, কিউবা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ডোমিনিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এস্তোনিয়া, ফিজি, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, গ্রিস, গুয়াতেমালা, হংকং, হাঙ্গেরি, আইসল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, জ্যামাইকা, জাপান, জর্দান, কাজাখস্তান, কোসোভো, কুয়েত, লাওস, লাটভিয়া, লিচটেনস্টেইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, ম্যাকাও, মালয়েশিয়া, মালদ্বীপ, মাল্টা, মরিশাস, মেক্সিকো, মোনাকো, মঙ্গোলিয়া, মরক্কো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পানামা, পাপুয়া নিউ গিনি, পেরু, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রুমানিয়া, রাশিয়া, স্যান মারিনো, সৌদি আরব, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, টঙ্গা, ট্রিনিন্যাড ও টোব্যাগো, তুরস্ক, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top