ঢাকা সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

তাপপ্রবাহ নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪১

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ১১:০০

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিছু কিছু স্থানে আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে কমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। বর্তমানে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং সিলেট ও যশোর জেলায় তাপপ্রবাহ বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এই বৃষ্টিপাতের ফলে তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে বলে আশা করা যাচ্ছে।

তবে দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের সৈয়দপুরে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে এবং চট্টগ্রাম বিভাগের ফেনীতে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে।

 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top