বাঁধ কেটে কোটালীপাড়ায় খাল দখলমুক্ত

অবৈধভাবে নির্মিত কুশলা-রাধাগঞ্জ খালে আটটি বাঁধ কেটে প্রায় এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়ার এই খালের ওপর নির্মিত চারটি অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হয়েছে।
শনিবার কুশলা ইউনিয়ন পরিষদ ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় ২০ বছর ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি খালের ওপর অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন এবং ‘দেবর-ভাবি মার্কেট’ ও ‘খান মার্কেট’ নামের দুটি অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন। খালটি দখলমুক্ত হওয়ায় স্থানীয় জনগণ বোরো আবাদ এবং গবাদিপশু পালনে সুবিধা পাবে।
প্রতীক দত্ত জানান, কুশলা-রাধাগঞ্জ খালের এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার সব খাল থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।
এছাড়া সরকারি জায়গায় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: কোটালীপাড়া দখলমুক্ত খাল
আপনার মূল্যবান মতামত দিন: