ঢাকা শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪, ৩১শে ভাদ্র ১৪৩১


নর্দার্ন গ্রাসফ্রগ : ঘুমালে স্বচ্ছ হয়ে যায় যে ব্যাঙ্গ


প্রকাশিত:
২ আগস্ট ২০২৪ ১৫:৪১

আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৬

নর্দার্ন গ্রাসফ্রগ, এক আশ্চর্যজনক প্রাণী। এরা এক সেন্টিমিটারের বেশি বড় হয় না। এদের জীবনের বেশিরভাগ সময় কাটে জঙ্গলের গাছের পাতা এবং ডালের মধ্যে লুকিয়ে থেকে। তাদের অদ্ভুত ক্ষমতা হলো ঘুমানোর সময় পুরোপুরি স্বচ্ছ হয়ে যাওয়া। এই ক্ষমতা বিজ্ঞানীদের জন্য বহুদিন ধরে রহস্য ছিল, যা অবশেষে সমাধান করতে পেরেছেন গবেষকরা।

নর্দার্ন গ্রাসফ্রগ যখন জেগে থাকে, তখন তাদের পেটের তলা কিছুটা স্বচ্ছ থাকে, যা দিয়ে হৃৎপিণ্ডের রক্তচালনা প্রক্রিয়া দেখা যায়। কিন্তু ঘুমানোর সময় তারা পুরোপুরি স্বচ্ছ হয়ে যায়। এই বিস্ময়কর প্রক্রিয়ার রহস্য খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।

তারা জানান যে, ব্যাঙগুলি ঘুমানোর সময় তাদের রক্ত থেকে ৮৯ শতাংশ লাল রক্ত কণিকা টেনে নিয়ে লিভারে জমা করে। এর ফলে ব্যাঙের চামড়া কম আলো বিকিরণ করে এবং হিমোগ্লোবিনও সেটাকে শোষণ করে না, যার ফলে তারা স্বচ্ছ হয়ে যায়।
যদিও রক্তে এত কম হিমোগ্লোবিন নিয়ে কীভাবে ব্যাঙেরা ঘুমায় এবং বেঁচে থাকে, তা এখনও গবেষকদের কাছে পরিষ্কার নয়। তবে এই প্রক্রিয়াটি ব্যাঙের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যাঙের শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি মানবদেহের রক্ত জমাট বাঁধার থেকে আলাদা নয়, তাই বিজ্ঞানীরা মনে করছেন যে, এই প্রক্রিয়াটি মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার রোগ নিরাময়ে কাজে আসতে পারে।

বিজ্ঞানীরা এই প্রক্রিয়ার ওপর জোরকদমে গবেষণা চালাচ্ছেন। তাদের বিশ্বাস, নর্দার্ন গ্রাসফ্রগের এই স্বচ্ছতার রহস্য উন্মোচন করে তারা চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবেন। যদি এই প্রক্রিয়াটি মানুষের উপর প্রয়োগ করা যায়, তাহলে এটি রক্তের বিভিন্ন সমস্যার চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারে।

 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top