ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

আর্জেন্টিনায় বজ্র ঝড়: অন্তত ১৩ জনের মৃত্যু


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩ ১৮:০৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:০৩

আর্জেন্টিনায় বজ্র ঝড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একজন মেয়র। দক্ষিণ আমেরিকার দেশটির আটলান্টিক উপকূলে শনিবার ওই ঝড় আঘাত হানে।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বাহিয়া ব্লানকার মেয়র ফেডেরিকো সুসবিয়েল্লেস ঝড়ের নিহতের খবর নিশ্চিত করেন। নগরীটি আর্জেন্টিনার বুয়েন্স আইরেস প্রদেশের কাছে অবস্থিত। ওই অঞ্চলটি দেশটির শীর্ষ শস্য উৎপাদনকারী অঞ্চল।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে ঝড়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। ঝড়ের কারণে স্থানীয়দের স্থানীয় সময় রোববার সকাল পর্যন্ত বাড়ির ভেতর অবস্থান করতে বলা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top