ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

ভূমিকম্পের মুখে আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৩ ১৯:৫৪

আপডেট:
১৯ মে ২০২৪ ০৭:২৮

মাত্র ১৪ ঘণ্টার মধ্যে প্রায় ৮০০ ভূমিকম্প অনুভূত হয়েছে আইসল্যান্ডে। এ ঘটনার পর শুক্রবার দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের শঙ্কায় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন। খবর সিএনএনের।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রেকজানেস উপত্যকায় একের পর এক ভূকম্পন অনুভূত হয়। কম্পনগুলোর বেশিরভাগেরই উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ২ মাত্রার। গ্রিন্ডাভিক এলাকার কাছাকাছি অনুভূত হয় এটি।

আগ্নেয়গিরির অগ্নুৎপাতের হুমকিতে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এছাড়া অঞ্চলটিতে আরও শক্তিশালী ভূমিকম্প হতে পারে বলেও সতর্ক করা হয়।

প্রসঙ্গত, গত এক বছরে আইসল্যান্ডের রেকজানেস উপত্যকায় প্রায় ২৪ হাজার ভূমিকম্পের ঘটনা ঘটেছে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top