ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

ইতালিতে বন্যায় ৫ জনের মৃত্যু


প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৩ ১৯:২০

আপডেট:
১৯ মে ২০২৪ ০৫:৪৩

ভারি বৃষ্টিপাতে নদীর দুকূল ছাপিয়ে উপচে ওঠা আকস্মিক বন্যায় ইতালির টাস্কানি অঞ্চলে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার উত্তরপশ্চিম ইউরোপে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় কিয়ারন। শুক্রবারও পশ্চিম ইউরোপ জুড়ে কিয়ারনের প্রভাবে ভারি বৃষ্টি হচ্ছে।

বৃষ্টিতে ইতালির মধ্যাঞ্চলের আর্নো নদীর পানি বেড়ে আশেপাশের শহরগুলি ডুবে যায়। সেখানকার ঐতিহাসিক নগরী ফ্লোরেন্সও বন্যার পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বড় কোনো দুর্যোগ ছাড়াই শুক্রবার স্থানীয় সময় দুপুরের আগ থেকে নদীর পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন টাস্কান অঞ্চলের প্রেসিডেন্ট ইউজেনিও জিয়ানি।

কাছের নগরী পিস্তোইয়ায় একটি সেতু ভেঙে দুই জন প্রাণ হারিয়েছেন। রোসিগনানো শহরে বন্যায় মারা গেছেন আরেক জন। নিহত বাকি দুইজন বয়োবৃদ্ধ ছিলেন। যারা ছোট্ট শহর মন্টেমুরলোতে বসবাস করতে বলে জানায় ইতালির সংবাদ মাধ্যম।

ঘূর্ণিঝড় কিয়ারনের তাণ্ডবের পর এর প্রভাবে সৃষ্টি হওয়া বন্যার কারণে ইতালি সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সহায়তায় প্রাথমিকভাবে ৫০ লাখ ইউরোর তহবিল ঘোষণা করেছে।

টাস্কানি ও এর আশেপাশের এলাকায় প্রায় ৪৮ হাজার মানুষ এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।

 




আপনার মূল্যবান মতামত দিন:

Top