ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

দাবদাহ থেকে বাঁচতে ভূগর্ভস্থ বাংকার ও গুহায় তৈরি রেস্তোরাঁগুলোতে আশ্রয় খুঁজছে চীনারা


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২২ ০৯:৩৬

আপডেট:
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৭

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের বাসিন্দারা প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে। সেখানে সাম্প্রতিক তাপমাত্রা এলাকার রেকর্ড ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। এ অবস্থায় চংকিং অঞ্চল ও এর আশপাশের বাসিন্দারা ভূগর্ভস্থ বাংকার ও গুহায় তৈরি রেস্তোরাঁগুলোতে আশ্রয় খুঁজছে।

বিশেষজ্ঞরা বলছেন, সিচুয়ান ও এর আশপাশের এই দাবদাহ বিশ্বের অন্যতম মারাত্মক হতে পারে।ক্রমবর্ধমান দাবদাহের ফলে চীনে খরার প্রভাব আরো বাড়ছে।

খবরে বলা হয়, সিচুয়ানের অনেক রেলস্টেশন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ট্রেনের বাতির উজ্জ্বলতা কমিয়ে দিয়েছে। মধ্যরাতের পর রাস্তার বাতি নিভিয়ে দেওয়ায় অন্ধকারের মধ্যে হাঁটতে দেখা যায় অনেককে।

বিদ্যুৎ সংরক্ষণের জন্য চীনা কর্তৃপক্ষ সিচুয়ানের সরকারি দপ্তরগুলোর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের শীতলীকরণের মাত্রা কমাতে বলেছে। চংকিংয়ের শিল্পাঞ্চলগুলোকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সময় বেঁধে দিয়ে উৎপাদন সীমিত করতেও বলা হয়েছে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top