নারায়ণগঞ্জের মদনপুরে গার্মেন্ট ফ্যাক্টরীতে আগুন

নারায়ণগঞ্জের মদনপুরের একটি তৈরী পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে।
আজ ২৮ জানুয়ারী শুক্রবার, আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে সোনারগাঁও রোডে অবিস্থত অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির বিপরীত দিকে অবিস্থত জাহিন নিটওয়্যার্স কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলার ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক আরিফিন সিদ্দিকি আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ’আমাদের ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আশাকরি খুব দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসতে সক্ষম হবো’।
আপনার মূল্যবান মতামত দিন: