চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার দর্শনায় বৃষ্টির জন্য বিশেষ দোয়া
দর্শনায় বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত

বৈশাখ মাস, বৃষ্টি নেই। প্রখর দাবদাহ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এ কারণে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার দর্শনায় বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার শ্যামপুর বড় মসজিদে এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার আগে ফজরের নামাজ আদায় করে মুসল্লিরা সবাই দোয়া ও আল্লাহর নিকট বৃষ্টিবর্ষণের প্রার্থনা করেন।
আলোচনা শেষে মুসল্লিরা দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে বৃষ্টি চেয়ে মোনাজাত করেছেন।
দোয়া পরিচালনা করেন শ্যামপুর বড় মসজিদের ইমাম হাফেজ
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: