ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

দেশের উপকূলে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় 'আমফান'


প্রকাশিত:
১৯ মে ২০২০ ০৫:২৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:৪৬

ছবি 'একুওয়েদার' এর সৌজন্য

দেশের উপকূলের দিকে এগিয়ে আসতে শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় 'আমফান'। সমুদ্রবন্দর এবং উপকূলীয় জেলাগুলোতে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানকারী অতি প্রবল ঘূর্ণিঝড় উত্তর দিকে এগোতে শুরু করেছে। এটি এগিয়ে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। দেশের সবক'টি সমুদ্রবন্দরকে ৭ নন্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সমুদ্রবন্দরগুলোর পাশাপাশি উপকূলের জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার, বিপদ সংকেতের অধীনে থাকবে।

ঘূর্ণিঝড় কেন্দ্র এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় আমফান কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ২২৫ কিলোমিটার, যা ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ১৯মে দিবাগত রাতে ঘূর্ণিঝড় আমফান বাংলাদেশ উপকূলে পৌছতে পারে। উপকূল অতিক্রম করতে ২০মে বুধবার সারাদিন লেগে যেতে পারে। অতিক্রমের সময় উপকূলীয় জেলাগুলোতে ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এর সাথে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সারা দেশে।

উপকূলীয় এলাকায় বসবাসকারী জনগনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার তাগিদ দেয়া হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবেলায় বিশেষ প্রস্তুতি নিয়ে সব জেলা ও স্থানীয় প্রশাসন।




আপনার মূল্যবান মতামত দিন:

Top