ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১

আরও শক্তিশালী হয়েছে ঘূর্ণিঝড় 'আমফান'


প্রকাশিত:
১৮ মে ২০২০ ২১:২৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৬:২৪

ছবি 'একুওয়েদার' এর সৌজন্য

পরিবেশ টিভি: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানকারী ঘূর্ণিঝড় 'আমফান' আরও শক্তিশালী হয়েছে। আগের তুলনায় এর দেহ এবং ঘূর্ণন গতি, দুটোই বেড়েছে। আগের ঘূর্ণিঝড়টির ব্যাস ছিলো ৫৪ কিলোমিটার। এখন তা বেড়ে হয়েছে ৮৫ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের ব্যাস ৫৪ কিলোমিটার থাকাকালে এর ঘূর্ণন গতি ছিল ঘন্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার। আর এখন এই গতিবেগ ঘন্টায় ২১০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় আমফান কেন্দ্রিক আবহাওয়া অধিদপ্তরের ১৭ নং বিশেষ বুলেটিনে উল্লেখ করা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আমফান। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৫ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ২১০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এটি দেশের সমুদ্রবন্দরগুলো থেকে প্রায় ১০০০কিলোমিটার দূরে থাকায় এখনও ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের পরিবর্তন করা হচ্ছে না। তবে এটি বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়া মাত্র সংকেত পরিবর্তন করা হবে।


বিষয়: আমফান



আপনার মূল্যবান মতামত দিন:

Top