উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় 'আমফান'

পরিবেশ টিভি: দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফান শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বুধবার নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা 'একু ওয়েদার'।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার বিকেলে ঘূর্ণিঝড় কেন্দের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ছিল ঘন্টায় ১১০ কিলোমিটার। যা ঝড়ো হাওয়া আকারে ১৩০ কিলো মিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় আমফান কেন্দ্র ও এর আশেপাশে সাগর খুবই উত্তাল রয়েছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে এলে সংকেত আরও বাড়িয়ে দেয়া হবে।
ঘূর্ণিঝড় আমফানের প্রভাব পড়তে পারে ভারত ও মায়ানমারেও। বিশেষ করে আমফান অতিক্রমের সময় ভারতের কোলকাতা শহরসহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা ঝড়ের কবলে পড়তে পারে।
সাগরে মাছ ধরা সব নৌকা ও ট্রলারকে উপকূলে চলে আসতে বলা হয়েছে।
'একুওয়েদার' জানিয়েছে, মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টি আবহাওয়ার মুখোমুখি হতে পারে বাংলাদেশের বেশিরভাগ এলাকা। বৃহষ্পতিবার পর্যন্ত এমন ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: