ঢাকা শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩, ১৫ই আশ্বিন ১৪৩০

কাপাসিয়ায় নদীর চর ভাঙছে ফসল বিলীনের আশঙ্কা


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২০ ০১:৩৪

আপডেট:
২৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪৮

ফাইল ছবি

পরিবেশ টিভি: কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা নদীতে জেগে উঠা চরে ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় চরে আবাদকৃত ফসল নদীতে বিলীনের আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর চর ভাঙছে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাজাই গ্রামের কলাবাগান এলাকার আশপাশের প্রায় এক কিলোমিটার চর ভেঙে গেছে। চরে আবাদকৃত বিভিন্ন সবজি ক্ষেত ও বোরো ধানের বীজতলার আংশিক অংশ ভেঙে পড়ছে নদীতে। চর ভাঙনের ভয়ে কৃষক-কৃষাণীরা আবাদকৃত সবজি বাজারে বিক্রি করে ফেলছেন।

চরে পেঁয়াজ ক্ষেতে কাজ করছিলেন সোনারখিল গ্রামের আব্দুল মালেক। তিনি বলেন, ১০-১২ দিনে ১৫-২০ হাত চর ভেঙে পড়েছে। বছরের নির্দিষ্ট একটি সময়ে নদীর চর জেগে উঠলে আমরা এখানে ফসল চাষ করে থাকি। জেগে উঠা চরে চাষকৃত ফসল খুব ভালো জন্মায়। খেতেও সুস্বাদু। ভাঙন দেখে দুশ্চিন্তায় পড়েছি।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গাফফার বলেন, চর ভাঙনের বিষয়টি খুবই দুঃখজনক। শীতকালে চর ভাঙনের কথা নয়। নদী থেকে বালু উত্তোলন করাও নিষেধ। আমার জানা মতে প্রকাশ্যে কেউ বালু উত্তোলন করে না। তবুও আমি খোঁজখবর নিয়ে দেখছি।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top