ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

শরণখোলায় দুর্যোগসহনীয় ঘরের নির্মাণ কাজ শুরু


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০১৯ ০৫:১৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১০:২০

ছবি: সংগৃহীত

পরিবেশ টিভি: উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলায় দুর্যোগসহনীয় গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ওই সেমিপাকা ঘর পেয়েছে উপজেলার ২৯টি গৃহহীন পরিবার। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন আনুষ্ঠানিকভাবে উত্তর সাউথখালী গ্রামের রাহেলা বেগমের ঘর নির্মাণের কাজ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রনজিৎ কুমার সরকার, সাউথখালী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পিআইও জানান, দুর্যোগসহনীয় সেমিপাকা দুইকক্ষ বিশিষ্ট চারচালা এই ঘরের সাথে একটি রান্না ঘর এবং বাথরুম রয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৯৯ হাজার টাকা। উপজেলার চারটি ইউনিয়নের গৃহহীন ২৯টি পরিবারকে বাছাই করে এই ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শহিন বলেন, দুর্যোগপ্রবন উপকূলীয় এলাকায় জলবায়ু পরির্বতনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রীর দেওয়া এই ঘরগুলো সচ্ছতার মাধ্যমে নির্মাণ করা হবে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top