ঢাকা সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

আর্জেন্টিনায় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫১

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৯:১৫

আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। খবর রয়টার্স।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১২৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত বছরের জানুয়ারিতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এছাড়া গত বছরের ১৭ জুলাই দেশটিতে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের গভীরতা ছিল ১৬৯ কিলোমিটার।

 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top