ঢাকা শুক্রবার, ৫ই জুলাই ২০২৪, ২১শে আষাঢ় ১৪৩১

মাইনি-চেঙ্গি নদীর পানি বিপৎসীমার উপরে, ২০ গ্রাম প্লাবিত


প্রকাশিত:
২ জুলাই ২০২৪ ২০:৩৩

আপডেট:
২ জুলাই ২০২৪ ২০:৩৮

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে খরস্রোতা মাইনি এবং চেঙ্গি নদী পানির বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে খাগড়াছড়ি সদর ও দীঘিনালায় মিলে ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

মাইনি এবং চেঙ্গি নদী পানির বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সৃষ্ট বন্যায় লোকজন স্থানীয় স্কুল-কলেজ ও মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন।

হঠাৎ করে পানি উঠায় লোকজন দিশেহারা হয়ে পড়েছে। অনেকেই গরু-ছাগল নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটে এসেছেন। পানি বৃদ্ধিতে শহরের একমাত্র পৌর বাস টার্মিনালটি পানিতে ডুবে যায়। যানবাহন গুলোকে উঁচু রাস্তায় সুরক্ষায় রাখা হয়েছে।
পানি বৃদ্ধিতে শহরের শব্দ মিয়া পাড়া, মুসলিম পাড়া, গঞ্জ পাড়া, গোলাবাড়ি, মেহেদী বাগ, কালাডেবা, খবং পুরিয়া সহ ১০টি গ্রাম এখন পানির নিচে। পৌর শহরের আন্তঃসড়কগুলো পানিতে ডুবে যায়। এতে লোকজন গৃহবন্দী হয়ে পড়েছেন। পৌর শহরের সবজি বাজার এখন পানির নিচে। এতে প্রায় শতাধিক দোকান পানিতে ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

একইভাবে দীঘিনালার ১০টি গ্রাম পানির নিচে রয়েছে। এখানকার মেরুংবাজারটি পানির নিচে। সাজেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছেন বহু পর্যটকরা।




আপনার মূল্যবান মতামত দিন:

Top