ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন


প্রকাশিত:
১১ জুন ২০২৪ ১৬:৩৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৪:২০

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ১২ জুন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ঝুটের গুদামটিতে গার্মেন্টেসের বিভিন্ন ধরনের সুতা ছাড়াও নানা ধরনের মেশিনারিজ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে, ঝুট কাপড় ও সুতা থাকায় গুদামটিতে আগুন লাগায় চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ফলে আগুন নির্বাপণে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে গুদামটি থেকে ধোঁয়া উঠতে দেখেন তারা। মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদ বোস্তামী স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top