ঢাকা রবিবার, ৬ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১

মেক্সিকোর অদ্ভুত আবহাওয়া


প্রকাশিত:
২৬ মে ২০২৪ ২০:৩০

আপডেট:
২৭ মে ২০২৪ ২০:২২

মেক্সিকোর পুয়েবলা শহরে তৃতীয় দফায় হিট অ্যালার্ট চলছে । শুক্রবার তাপমাত্রা যখন ৪৫ ডিগ্রি সেলসিয়াসের তীব্র তাপদাহের মধ্যেই শিলাবৃষ্টির কবলে পড়ে শহরটি। শনিবার (২৫ মে) এমনটা জানিয়েছে দ্য ওয়েদার চ্যানেল।

বরফের আস্তরণের নিচে চাপা পড়ে শহরের বেশ কিছু জায়গা। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয় বাড়িঘরও। তীব্র বাতাস ও ভারী বর্ষণে উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। বন্ধ হয়ে যায় শহরের প্রধান কিছু সড়ক। ব্যাহত হয় যান চলাচল। এরই মাঝে বরফের স্তূপ সরানোর কাজ শুরু করেছে জরুরি বিভাগের সদস্যরা।

প্রচণ্ড গরমে মেক্সিকোতে এমন পরিস্থিতিতে শিলাবৃষ্টিকে প্রকৃতির অদ্ভুত খেয়াল হিসেবে আখ্যা দিয়েছে শহরটির বাসিন্দারা।




আপনার মূল্যবান মতামত দিন:

Top