ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

প্রতিবেশী দেশ পাকিস্তানে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৪

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:১৭

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও এর আশেপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ইসলামাবাদ ও এর আশেপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূ-পৃষ্ঠ থেকে ১৪২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল।

ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্যানুসারে, শনিবার রাত ১০টা ৪৪ মিনিটে কম্পনটি অনুভূত হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেশোয়ার, সোয়াত, চিত্রাল, লোয়ার ডিসহ আশেপাশের এলাকাতেও ভূ-কম্পনটি অনুভূত হয়েছে।

প্রসঙ্গত, গতমাসে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল উত্তর-পূর্ব আফগানিস্তানে হলেও এর প্রভাবে ইসলামাবাদের ভবনগুলোও কেঁপে উঠে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top