ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

হাওয়াই দ্বীপপুঞ্জে ৫.৭ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৯

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৬:০৭

ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।

হাওয়াই দ্বীপের পাহালার কাছে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের সময় পুরো হাওয়াই দ্বীপেই প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। লোকজন সে সময় আতঙ্কিত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এই ভূমিকম্প থেকে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি।

টেকটোনিক প্লেটে অবস্থানের কারণে হাওয়াই দ্বীপে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। এটি কিলাউয়াসহ ৬টি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান। পর্যটকরা হেলিকপ্টারে করে এসব এলাকা পরিদর্শন করে।

বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরি মাউনা লোও এই হাওয়াই দ্বীপেই অবস্থিত। ২০২২ সালে এক সপ্তাহব্যাপী এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। চার দশকের মধ্যে প্রথমবারের মতো সেখানে অগ্ন্যুৎপাত হয়। সে সময় ৬০ মিটার উঁচুতে লাভার স্রোত দেখা গেছে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top