ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১

চিলিতে এখনও দাবানল সক্রিয় ৪০টি স্থানে, নিহত বেড়ে ১১২


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৮

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৫:১০

দক্ষিণ আমেরিকার দেশ চিলি স্মরণকালের ভয়াবহ দাবানলের কবলে পড়েছে। এমন অবস্থায় দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

চিলির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। 

আন্ডার সেক্রেটারি ম্যানুয়েল মনসালভে এক সংবাদ সম্মেলনে বলেন, দাবানলের ঘটনায় হাসপাতালের চিকিৎসক ১১২ জনের মৃতদেহ গ্রহণ করেছেন। এদের মধ্যে ৩২ জনের লাশ সনাক্ত করা গেছে।

তিনি আরো বলেন, চিলির ৪০টি স্থানে এখনো দাবানল সক্রিয় রয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top