মাধবদীতে ইটভাঁটাকে ৪০ হাজার টাকা জরিমানা

পরিবেশ টিভি: নরসিংদীর মাধবদী এলাকায় লোকালয়ের কৃষিজমিতে অবৈধভাবে ইটভাঁটা নির্মাণের দায়ে ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছেন নরসিংদী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাঁটা ভেঙে দেওয়া হয়েছে। রোববার বিকালে জেলা প্রশাসনের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের বালাপুর এলাকায় নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ও বালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশ গজের মধ্যে আবাদি জমিতে স্টার ট্রেডিং করপোরেশন (এসটিসি) নামে একটি ইটভাঁটা তৈরি করেন ঘোড়াশাল বাগপাড়া এলাকার রফিকুল ইসলাম কিরণ নামে এক ব্যবসায়ী।
নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শাহরুখ খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: