ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০

মোংলা বন্দরে গতি বাড়াতে বহুমুখী প্রকল্প নেওয়া হয়েছে : নৌ প্রতিমন্ত্রী


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২০ ০৩:১৭

আপডেট:
১৩ জানুয়ারী ২০২০ ০৩:১৭

ফাইল ছবি

পরিবেশ টিভি: আঞ্চলিক দেশসমূহের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদানি-রফতানি বাণিজ্যে গুরুত্বপর্ণ অবদান রাখতে মোংলা সমুদ্রবন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রফতানি বৃদ্ধিসহ এ বন্দরের গতি বাড়াতে বহুমুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

শনিবার দুপুরে বঙ্গোপসাগরে মোংলা বন্দর চ্যানেল আউটারবারে ড্রেজিং কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আরও বলেন, এক সময়ের মৃত প্রায় এ বন্দর এখন শুধু গতিশীলই নয়, এ বন্দরকে ঘিরে এখন উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। চলমান এ গতি ধরে রাখতেই প্রথমবারের মতো আউটারবার ড্রেজিং কার্যক্রম চলছে।

চলমান আউটারবার ড্রেজিং প্রকল্প সম্পন্ন হলে বড় বড় বিদেশি জাহাজ সরাসরি মোংলা বন্দরে ভিড়তে পারবে জানিয়ে তিনি বলেন, এ বন্দরের উদ্দেশে আসা বিদেশি বড় জাহাজগুলোকে এখন পর্যন্ত আউটারবারে রেখেই সেখান থেকে পণ্য খালাস করতে হয়। চলমান এ প্রকল্প শেষ হলেই বন্দরে পৌঁছাতে পারবে ১০ মিটার গভীরতার জাহাজগুলো। বন্দরের ইতিহাসে এটিই আউটারবারের প্রথম ড্রেজিং কার্যক্রম।

প্রায় সাত কোটি টাকা ব্যয়ে হংকং রিভার ইঞ্জিনিয়ারিং নামের একটি চীনা কোম্পানি মোংলা বন্দরের প্রবেশমুখে অ্যাঙ্কারেজ পর্যন্ত ড্রেজিং কাজ করছে। ২০১৭ সালের ১৪ নভেম্বর একনেকে এ প্রকল্প অনুমোদনের পর দরপত্রে কাজ পাওয়া প্রতিষ্ঠানটি গত বছর ফেব্রুয়ারিতে ডাইক নির্মাণসহ খনন কাজ শুরু করে। ইতোমধ্যে মোট কাজের ২৪ শতাংশ খননকাজ সম্পন্ন করেছে চীনা প্রতিষ্ঠানটি। দুপুরে স্পিডবোটযোগে ড্রেজিং কাজের অগ্রগতি দেখতে মোংলা বন্দরের অদূরে আউটারবার এলাকা পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, যুগ্ম সচিব রফিক আহম্মদ সিদ্দিক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হকসহ বন্দরের পদস্থ কর্মকর্তারা এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top