ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

বুড়িগঙ্গা দূষন মুক্ত করতে বিআইডব্লিউটির অভিযান


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০১৯ ০৬:২৫

আপডেট:
১৮ মে ২০২৪ ১৫:৩২

ফাইল ছবি

পরিবেশ টিভি: চলতি বছর ২৯ শে জানুয়ারী থেকে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর দুই পার দখল মুক্ত করতে ধারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। ৫০ কার্য দিবসের ওই অভিযানে বুড়িগঙ্গা দুই তীরের প্রায় সাড়ে চার হাজার স্থাপনা ভেঙে দেয়া হয়। বুড়িগঙ্গা দখল মুক্ত করার পরে এবার দূষন মুক্ত কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি।

তার ধারাবাহিকতায় রোববার সকাল থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চর কালীগঞ্জ তৈলঘাট সংলগ্ন আলম মার্কেট এলাকায় বুড়িগঙ্গার বর্জ্য অপসারনের মাধ্যমে নদীর তীর পরিষ্কার অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। এ সময় আলম মার্কেট ঘাটের পাশেই কেরানীগঞ্জ আঞ্চলিক শাখা যুবলীগের অস্থায়ী কার্যালয় ভেঙে দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটির যুগ্ন পরিচালক (ঢাকা বন্দর) এ কে এম আরিফ উদ্দিন।

তিনি বলেন, নদী রাষ্ট্রের সম্পদ, নদীকে হত্যা করা মানে রাষ্ট্রকে হত্যা করা। যারা নদীকে দূষন করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রোদ্রোহীতা মামলা হওয়া উচিত। বুড়িগঙ্গার এই পাশটা গার্মেন্টস ব্যবসায়ীরাঝুট কাপড় ও নানা ধরনের ময়লা ফেলে নদীকে দূষিত করছে। আমরা বার বার পরিষ্কারের পরেও এই কাজটা তারা করেই যাচ্ছে। এবার শেষ বারের মতো পরিষ্কার করে দিয়ে গেলাম পরবর্তীতে আবার করলে ফৌজদারী মামলা দেয়া হবে। এছাড়া কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ কে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক মুসলিম ঢালী বলেন, এখানকার যে বর্জ্য গুলা আছে তা শুধু গার্মেন্টস এর বর্জ্য নয়, এরমধ্যে গৃহস্থালি বর্জ্যও রয়েছে। সামাজিক ভাবে নদীর পরিবেশ ঠিক রাখা আমাদের সবার দায়িত্ব ভবিষ্যতে যেন নদীর এই পাশটা ময়লা না হয়, সে জন্য উপজেলা প্রশাসনের সহযোগীতা নিয়ে আমরা নদীর তীরবর্তী অংশে ফুলের গাছ লাগিয়ে দিবো।

 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top