ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

নদী-খাল দখল করে ৪০ হাজার স্থাপনা, উচ্ছেদ অভিযান শুরু ২৩ ডিসেম্বর


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ১১:২৩

আপডেট:
১৮ মে ২০২৪ ১৯:২২

ফাইল ছবি

পরিবেশ টিভি: সারা দেশে নদ-নদী, খাল ও জলাশয়ে প্রায় ৪০ হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে এসব স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হবে বলে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রথম পর্যায়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ২৩ ডিসেম্বর দেশব্যাপী একযোগে শুরু হবে। এ জন্য সচিবালয়ে পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে সারা দেশের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের আয়োজন করেন।

সচিব বলেন, পুনরায় দখল বন্ধ করতে উচ্ছেদ অভিযান শেষ হলে সেখানে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের কাজ করা হবে এবং যেসব জায়গায় প্রকল্প নেই সেখানে বৃক্ষরোপণ, বসার বেঞ্চ তৈরিসহ স্থানীয় নাগরিকদের জন্য মনোরম পরিবেশের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে জেলা পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির গৃহীত বিভিন্ন প্রস্তুতি এবং নানা প্রতিবন্ধকতা সম্পর্কে ভিডিও কনফারেন্সে মতবিনিময় ও দিকনির্দেশনা দেন পানিসম্পদ সচিব। পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন। যে কোনো পরিস্থিতিতে অভিযানের সময় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন কবির বিন আনোয়ার।

ভিডিও কনফারেন্সের সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম এবং অতিরিক্ত সচিব (প্রশাসন) মোহাম্মদ রোকন উদ-দৌলাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আপনার মূল্যবান মতামত দিন:

Top