ঢাকা শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

বিদ্যুৎ খাত সংস্কারে ১৬ দফা দাবি বিডব্লিউজিইডির


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৫

জ্বালানি ও বিদ্যুৎ খাত সংস্কারে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূর করাসহ ১৬ দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি)। এই সংস্কার প্রস্তাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় 'শূন্য কার্বন' নিশ্চিত করার জন্য নতুন মহাপরিকল্পনা গ্রহণ করার কথা বলা হয়েছে।


১৬ দফা দাবিগুলো হচ্ছে:
• বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধনীসহ) অবিলম্বে বাতিল করা।
• স্বাধীন গণতদন্ত কমিশন গঠন করা।
• প্রাথমিক পরিবেশগত নীরিক্ষা (আইইই) ও পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন (ইআইএ) উন্মুক্ত এবং বাধ্যতামূলক করা।
• জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে "নো ইলেক্ট্রিসিটি নো পে" নীতির আওতায় আনা।
• চুক্তি সম্পাদিত তবে নির্মাণাধীন নয়, এমন সব জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিল করা।
• অনুমোদিত এবং প্রস্তাবিত নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ বাতিল করা।
• নবায়নযোগ্য জ্বালানি মহাপরিকল্পনা গ্রহণ করা।
• 'শূন্য কার্বন' নিশ্চিত করার জন্য নতুন মহাপরিকল্পনা গ্রহণ করা।
• নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা।
• টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ-কে স্বতন্ত্র ডিভিশনের মর্যাদা প্রদান করা।
• নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি কর ও ভ্যাট মওকুফ করা।
• সহজ শর্তে ও স্বল্প বা বিনাসুদে মোট নির্মাণ ব্যয়ের ৭০ শতাংশ পর্যন্ত দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ প্রদান করা।
• হাইব্রিড যানবাহনের আমদানি শুল্ক ও নিবন্ধন ফি কমপক্ষে ৩০ শতাংশ কম এবং বৈদ্যুতিক যানবাহনের ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ কম করা।
• সৌরভিত্তিক চার্জিং স্টেশন অনুমোদন।
• সৌরপ্যানেল নির্মাণ ও পুনর্নবায়নের জন্য ইনস্টিটিউট গড়ে তোলা।
• তরুণ উদ্যেক্তা ও কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা।




আপনার মূল্যবান মতামত দিন:

Top