ঢাকা সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১


সাড়ে তিন কেজি একটি বেগুন


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৪ ১৮:২১

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৯:৩৬

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেভিস কাউন্টির নাগরিক ডেভ বেনেট। চাষাবাদে খুব আগ্রহ তার। হঠাৎ বেগুন চাষ তার জন্য সৌভাগ্যের প্রতীক হয়ে ধরা দিয়েছে। এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও।

বিশাল আকৃতির একটি বেগুন উৎপাদন করে বিশ্ব রেকর্ড গড়েছেন।

আইওয়া কৃষি বিভাগের ওজন ও পরিমাপবিষয়ক ব্যুরোর পরিদর্শক ইভান হ্যানকিনস জানান, তার ফলানো ৮ দশমিক ৩৩ পাউন্ড ওজনের বেগুনটি বিশ্বের সবচেয়ে বড় বেগুন।

মিনেসোটা অঙ্গরাজ্যের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পরই মূলত বেগুন চাষে উদ্বুদ্ধ হন বেনেট। ওই ব্যক্তি চার পাউন্ড ওজনের একটি বেগুন ফলিয়েছিলেন। রেডিও আইওয়াকে দেওয়া সাক্ষাৎকারে বেনেট বলেন, ‘আমি পাঁচ বছর ধরে বেগুন চাষ করছি। দুই বছর আগে ৫ দশমিক ৬ পাউন্ড ওজনের একটি বেগুন উৎপাদন করে জাতীয় পর্যায়ে রেকর্ড গড়েছিলাম।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, রেকর্ডের জন্য তাঁর আবেদনটির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাজ্যের এক কৃষকের। তিনি ৭ দশমিক ২১ পাউন্ড ওজনের বেগুন উৎপাদন করেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে আইওয়া কৃষি বিভাগ লিখেছে, আইওয়ার জন্য বিশ্ব রেকর্ড নিত্যনৈমিত্তিক কোনো ঘটনা নয়। ৮ দশমিক ৩৩ পাউন্ড ওজনের বিশাল একটি বেগুন উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছেন ডেভিস কাউন্টির ডেভ বেনেট। আইওয়ার ওজন ও পরিমাপ ব্যুরোকে এই রেকর্ড যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যুরোর পরিদর্শক ইভান হ্যানকিনস নিশ্চিত করেছেন, সবকিছু নিখুঁতভাবে পরিমাপ করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top