ঢাকা মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ৩৩ জনের মৃত্যু


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২২ ০৩:২৬

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ২০:০৭

 

নেপালের পশ্চিমাঞ্চলে গত সপ্তাহের প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বুধবার পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে ২২ জন।

বুধবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মৌসুমের সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কারনালি। শত শত ঘরবাড়ি ভেসে গেছে।

নেপালের জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, কোথাও কোথাও কারনালি নদীর পানির উচ্চতা ১২ মিটার (৩৯ ফুট) বেড়ে গেছে। ভেসে গেছে বেশ কয়েকটি সেতু।

ভারি বৃষ্টি ও বিরূপ আবহাওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। পুলিশের এক মুখপাত্র বলেন, পুলিশ তৎপর রয়েছে। সুরখেত এলাকায় উদ্ধারকাজের জন্য একটি হেলিকপ্টারেরও ব্যবস্থা করা হয়েছে। তবে আবহাওয়ার উন্নতি না হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জাতিসংঘের মানবিক সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top