ঢাকা রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, ৩১শে ভাদ্র ১৪৩১


চীনের জিনজিয়াংয়ে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত:
৪ জুলাই ২০২২ ০৭:২১

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:২৩

 

চীনের উইঘুর অধ্যুষিত জিনজিয়াংয়ে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় আজ রবিবার ভূমিকম্পে কেঁপে ওঠে ওই এলাকা। জিনহুয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকি কাউন্টি স্থানীয় সময় সকাল ৬টা ২ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে।

মাত্র এক দিন আগেই দেশটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল। স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ২৯ মিনিটে জিনজিয়াং প্রদেশে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

এর আগে গত ৮ জুন ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প হয়। তার আগে ৬ জুন জিনজিয়াং প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প হয়। এ ছাড়া গত ১ জুন স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top