ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


পাকিস্তানে পানি সংকটের মধ্যে দেশটিতে পানি চুরির ঘটনা ঊর্ধমুখী


প্রকাশিত:
২৮ মে ২০২২ ০৯:১৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১০:৪৯

 

পাকিস্তানে পানি সংকটের মধ্যে দেশটিতে পানি চুরির ঘটনার ঊর্ধমুখী। এরমধ্যে দেশটির জাতীয় পরিষদের পানিসম্পদ সংক্রান্ত স্থায়ী কমিটিকে জানানো হয়েছে, সিন্ধু পাঞ্জাব প্রদেশে তার ৪৬ শতাংশ পানির ভাগ থেকে বঞ্চিত হচ্ছে এবং সিন্ধু প্রদেশে বেলুচিস্তান তার প্রায় ৮৪ শতাংশ অংশ হারাচ্ছে।

স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পরিষদের সদস্য মুহাম্মদ ইউসুফ তালপুর। তিনি পাঞ্জাবের (তৌনসা ও গুড্ডু ব্যারাজের মধ্যে) পানির ক্ষতির জন্য চুরির ঘটনাকে দায়ী করেন।


ইউসুফ বৈঠকে সুপারিশ করেন, ঘাটতি মেটাতে পানি নিয়ন্ত্রণ সংস্থার নেওয়া তিন স্তরের সূত্রের পরিবর্তে, প্রদেশগুলোর মধ্যে পানি বন্টন ১৯৯১ সালের চুক্তির অনুচ্ছেদ-২ অনুসারে হওয়া উচিত।

জাতীয় পরিষদের স্থায়ী কমিটির নিযুক্ত একটি উপকমিটির প্রধান এমএনএ খালিদ মাগসি মাঠ পরিদর্শন এবং পরিমাপ পর্যবেক্ষণের পরে রিপোর্ট করেন, প্রদেশগুলোর মধ্যে আস্থার ঘাটতি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top