ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


অবশেষে বন্ধ হচ্ছে তুর্কমেনিস্তানের ‘নরকের দরজা’


প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২২ ১০:৫২

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০৪:৪০

 

অবশেষে বন্ধ হচ্ছে তুর্কমেনিস্তানের ‘নরকের দরজা’ নামে পরিচিত কারাকুম মরুভূমি গর্তের আগুন।

শনিবার এটি নেভানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ। ১৯৭১ সাল থেকেই কারাকুম মরুভূমির একটি গর্তে আগুন জ্বলছে।

এটি নেভাতে কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল দেশটির সরকার। আবারও গর্তের আগুন নেভানোর নির্দেশ দিয়েছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট।

দেশটির পরিবেশ ও স্বাস্থ্যগত বিপর্যয় রোধে গর্তের আগুন বন্ধ করতে চান গুরবাঙ্গুলি।

একই সঙ্গে সেখান থেকে গ্যাস রপ্তানির পরিকল্পনা করছেন তিনি। তুর্কমেনিস্তানে পর্যটনের অন্যতম জনপ্রিয় আকর্ষণ এই গর্ত। 

সূত্রঃ দৈনিক যুগান্তর


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top